যশোর থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেয়ার ঘোষণা যুবলীগের

‘সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে নিয়ে যশোরে জেলা যুবলীগের নেতাকর্মীরা শান্তি ও সম্প্রীতি র‌্যালি করেছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালিটি বের হয়।

র‌্যালির নেতৃত্ব দেন সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।র‌্যালি থেকে জানানো হয়, সম্প্রীতির বাংলাদেশে কোন ধরণের বিশৃঙ্খলা হতে দেয়া যাবে না। ধর্ম সন্ত্রাসীদের স্থান বাংলার মাটিতে হবে না।

বঙ্গবন্ধু’র সোনার বাংলা হবে অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল,

ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব রায়, সদস্য কেরামত আলী, শফিকুল ইসলাম পারভেজ, শেখ জাহিদুর রহমান লাবু, জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক,

শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, যুগ্ম- আহবায়ক সোলাইমান খান রাফেল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম- আহবায়ক শহীদুজ্জামান শহীদ, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম,

ইছালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহাবার হোসেন শিহাব, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান, যুবলীগ নেতা সাহিদুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেনসহ প্রমুখ।

র‌্যালি শেষে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাম্প্রদায়িকতার প্রতিবাদে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের সঞ্চলনায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর। মোস্তফা ফরিদ চৌধুরী বলেন, শান্তির পক্ষে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

দুষ্কৃতিকারীদের কোনভাবেই ছাড় দেয়া যাবে না। রাজপথে ইস্পাতের মত শক্তভাবে অবস্থান করতে হবে। কাউকে ধর্ম অপব্যবহারের সুযোগ দেয়া যাবে না। ধর্ম নিয়ে যারা মিথ্যাচার করে তাদেরকে চিরতরে বিদায় জানাতে হবে।