নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শার্শায় র‍্যালী ও আলোচনা সভা

গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি; এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২১ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা করেছে নাভারণ হাইওয়ে পুলিশ।

শুক্রবার নাভারণ সাতক্ষীরা মোড় হতে র‍্যালী বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নাভারণ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয় ।

পরে কলেজের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিরাপদ সড়ক দিবসে যানবাহন, মালিক-শ্রমিক এবং জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নাভারণ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় হাইওয়ে সড়কে ভারী যানবাহন চলাচলকারীদের মাঝে নিরাপদ সড়ক দিবসের জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর জেলা শাখার নির্দেশক্রমে এবং নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ এ এস এম আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ হাইওয়ে থানা পরিবহন সেক্টর কমিটির সাধার সম্পাদক আব্দুস সালাম, শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আমিনুর রহমান, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেনসহ হাইওয়ে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার, জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।