ঝিনাইদহে কৃষকদের মাঝে হারভেস্ট মেশিন প্রদান

ঝিনাইদহে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে হারভেস্ট মেশিন প্রদান করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলা চত্বরে কৃষিবিভাগের আয়োজনে ২৮ লক্ষ টাকা মুল্যে ৪ টি মেশিন ৫০ ভাগ ভর্তুকীতে কৃষকদের দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত,

সহকারী কমিশনার (ভুমি) খান মোঃ আব্দুল্লা আল মামুন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারন অফিসার জুনাইদ হাবীব ,বিআরডিবি কর্মকর্তা অনুপম দত্ত, কৃষি প্রকৌশলী এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরনের সরকারের অর্ধেক ভর্তুকীতে মাত্র ১৪ লক্ষ টাকার কৃষি যন্ত্রপাতি পেয়ে খুশি কৃষকরা। এতে করে চাষাবাদ আরো বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।