ঝিকরগাছার হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

court jessore
ফাইল ছবি

ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের ভাই আব্বাস হোসেন মোল্লা হত্যা মামলার চার্জশিট ভূক্ত আসামি আমিনুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছে।

মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমিনুর ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ঝিকরগাছায় আওয়ামী লীগের দুই গ্রুপের অভ্যন্তরীন কোন্দলে জেরে ২০১৮ সালের ৩ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় সন্ত্রাসীরা ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের বাড়িতে অস্ত্রনিয়ে হামলা চালায়।

কামাল হোসেনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে যা আব্বাস মোল্লার গায়ে লাগে। এসময় গুরুতর জখম হয় আব্বাস। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আব্বাসের স্ত্রী নাসিমা খাতুন সাতজনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। পরে ঝিকরগাছা থানার ওসি তদন্ত ফকির আজিজুর রহমান ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমাদেন।

চার্জশিটে নাম আসে আমিনুর রহমানের। দির্ঘদিন পলাতক থেকে মঙ্গলবার সে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।