মালদ্বীপে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন, করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে রাজধানীতে মালেতে আক্রান্ত ১৮ জন।
৬ নভেম্বর রোজ শনিবার সন্ধ্যায় নিয়মিত সংবাদ বুলেটিন এর মাধ্যমে মালদ্বীপের সাস্থ্য সুরক্ষা সংস্থা এইচপিএ এই তথ্য জানিয়েছেন।
এখন পর্যন্ত মালদ্বীপে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১২ জন। এখন পর্যন্ত মালদ্বীপে করোনা থেকে সুস্থ ৮৬ হাজার ৩০২ জন।
সংবাদ সম্মেলন আরও জানানো হয়েছে,আক্রান্ত রোগী আছে ২ হাজার ৭৫ তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ২৮ জন। করোনা শুরু থেকে এই পর্যন্ত মালদ্বীপে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৪৫ জন।