জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

জামালপুরে সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আজ দুপুরের পর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।

দ্বিতীয় ধাপে জামালপুর সদর উপজেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ দুপুরের পর সদর উপজেলা পরিষদ থেকে সরঞ্জামাদী বিতরণ করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সদর উপজেলার ১৫ ইউনিয়ন মধ্যে ১৪ টিতে ব্যালট পেপার ও একটি ইউনয়নে ইভিএম এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠনের লক্ষে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যারা দয়িত্ব পালন করবে।

জামালপুর সদর দুই উপজেলার ১৫টি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ১৬৩টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৭৫৮ জন। নারী ভোটার ২ লাখ ৪ হাজার ১ জন।

জামালপুর সদরের ১৫ ইউনয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৪০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮৪ জন ও সাধারন সদস্য পদে ৫৪২ জন।