প্রতিরোধ অব্যাহত রেখেছে ইয়েমেনি যোদ্ধারা

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বেশ কয়েকটি এলাকার উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও তার মিত্ররা। এর মধ্যে রয়েছে ইয়েমেনের রাজধানী সানা, আমরান এবং সা”দা প্রদেশ।

তবে সৌদি আরবের এই হামলার বিরুদ্ধে জোরদার প্রতিরোধ অব্যাহত রেখেছে ইয়েমেনে সামরিক বাহিনী এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা।

গতকাল সন্ধ্যায় সৌদি জোটের কয়েকটি বিমান সানা প্রদেশের দুটি এলাকায় হামলা চালায়। এছাড়া, আমরান ও সা’দা প্রদেশের তিনটি এলাকায় বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।

২০১৫ সাল থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এর বিরুদ্ধে ধীরে ধীরে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে ইয়েমেনের যোদ্ধারা।

প্রতিরোধের অংশ হিসেবে ইয়েমেনের যোদ্ধারা সর্বশেষ সৌদি আরবের আসির প্রদেশের সেনা অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এছাড়া, ইয়েমেনের তায়িজ এবং মা’রিব প্রদেশে সৌদি অনুগত ভাড়াটে গেরিলাদের অবস্থানে হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা এবং তাদের সহযোগী সামরিক বাহিনী। পার্সটুডে