ঝিনাইদহের শিক্ষকের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

ঝিনাইদহ সদর উপজেলার আন্দোল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মহিউদ্দিন ইষ্টক জনিত কারণে সোমবার বিকালে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। উল্লেখ, মহিউদ্দিন ৭ নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আরিফ আহমেদ জনির পিতা ।

মৃত্যু কালে তিনি স্ত্রী, পুত্র,কন্যা,নাতি, নাতনি, আত্মীয়,স্বজন, বন্ধু, বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অপরদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এমপি, কালীগঞ্জ উপজেলা ভাইসব চেয়ারম্যান শিবলী নোমান,

জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ইব্রাহিম খলিল রাজা, মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া,

বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সরদার মোঃ সাজেদুজ্জামান সাজ্জাদ বিষয়খালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিমাদুল ইসলাম হিমা,

কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলেমান সরদার,চেউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল আলম শাহিন, বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুমার, সাংবাদিক বসির আহাম্মেদ,

বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও হাজী আম্বর আলী হাফিজিয়া মাদ্রাসার মহাতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ আনিচুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষক মহিউদ্দিন ঢাকাতে মৃত্যু হওয়ায় তার লাশ সোমবার গভীর রাতে মরহুমের নিজ বাড়িতে এসে পৌছাবে। মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার ভাতিজা চঞ্চল।