শার্শায় দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ৭

যশোরের শার্শা উপজেলায় ডিহি ইউনিয়নের শিশুতলা মোড়ে দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংঘর্ষে ৪নং ওয়ার্ডের তালা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান জজ মিয়ার (৩৫) ৭ কর্মী আহত হয়েছে।

এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আহতরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন, আয়ুব হোসেনের ছেলে জাকির হোসেন (৩৮), নবিছউদ্দিনের ছেলে আমীর আলী (৬৫),

ওসমান মিজির ছেলে মতিয়ার রহমান (৪৮)। এছাড়া আহত হয়েছে ইউছুফ আলী (৩২), আলাউদ্দিন (৩২) আনোয়ার হোসেন (৪৭)। আহতরা সকলেই শিশুতলার বাসিন্দা।

আহতরা জানায়, গত (১৫নভেম্বর) রাত ৮ টার দিকে ইউনিয়নের শিশুতলা মোড়ে তালা মার্কার নির্বাচনী কার্যলয়ে প্রার্থী কামরুজ্জামান জজ মিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিলো।

এমন সময় প্রতিপক্ষ মেম্বার পদপ্রার্থী মোরাগ মার্কার খানজাহান আলী (৫০) নেতৃত্বে তার ১০-১৫ জন কর্মীরা অতর্কিত ভাবে তালা মার্কার নির্বাচনী কার্যালয়ে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তালা মার্কা ৭ কর্মিকে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কামরুজ্জামান জজ মিয়া বলেন, আমার সমর্থকরা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান মুকুলের পক্ষে কাজ করছিলো।

এটি প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের ওবায়দূর রহমান বুঝতে পেরে মেম্বর প্রার্থী মোরগ প্রতীকের খানজাহান আলীর লোকজন দিয়ে আমার কর্মিদের উপর হামলা চালায়। অভিযুক্ত মোরগ প্রতীকের খানজাহান আলীর মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া সত্বেও তিনি ফোন রিসিভ করেননি।