টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিপূরণ দাবি

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ প্রতিরোধী টিকা গ্রহণকারীরা পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে অস্ট্রেলিয়া সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়ে উপার্জিত অর্থ খরচ হয়েছে বলে দাবি করেছেন অন্তত ১০ হাজার অস্ট্রেলীয়।

তারা দেশটির সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবিকারীদের একটি তালিকায়ও অন্তর্ভুক্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার গণমাধ্যমটি জানায়, ক্ষতিপূরণ বাবদ প্রত্যেককে পাঁচ হাজার ডলার করে দেয়া হতে পারে।

এভাবে পুরো ১০ হাজার জনের আবেদন গৃহীত হলে সরকারের ব্যয় হতে পারে পাঁচ কোটি ডলার।