২৩ টাকায় এক বোতল মদ!

দরিদ্র মদ্যপায়ীদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিলো ভিন্ন এক উদ্যোগ। চোলাই মদের পরিবর্তে কম ঝুঁকির বাংলা মদে আকৃষ্ট করার লক্ষ্যে বেশ কিছূ ঘোষণা দিয়েছে তারা।

বাজারে নতুন মোড়কে বাংলা মদ আনা হচ্ছে বলে জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। চোলাই মদের অবৈধ কারবার ঠেকাতে সস্তায় বিভিন্ন ব্র্যান্ডের মদ আনা হচ্ছে।

রাজ্যের বিভিন্ন জেলায় সে সব মদ পাওয়া যাবে। প্রথম দফায় পাওয়া যাবে ৪৯টি ব্র্যান্ডের বাংলা মদ। যেগুলোর ৩০০ মিলিলিটারের বোতলের দাম ২৩ টাকা থেকে ৩০ টাকা।

তবে সবচেয়ে সস্তা ২৩ টাকায় পাওয়া যাবে ‘গ্যালাক্সি জোশ’ ব্র্যান্ডের এক ধরনের বাংলা মদ। এর আগে, মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদ পশ্চিমবঙ্গের আবগারি দফতর আনছে বলে জানানো হয়েছিল।

পরে সেই মদের দরপত্র আহ্বান করা হয়। এতে করে রাজ্যের গরিব মদ্যপায়ীরা চোলাই মদের পরিবর্তে কম ঝুঁকির বাংলা মদের প্রতি আকৃষ্ট হন। আহ্বানের পর বিভিন্ন সংস্থা দরপত্র দেয়।

শেষ পর্যন্ত আবগারি দফতর ৪৯টি নতুন ব্র্যান্ডের দেশি মদের অনুমোদন দিয়েছে। যেগুলো সস্তায় পাওয়া যাবে। আনন্দবাজার জানায়, চোলাই মদের কারবার ঠেকাতে দাম নিয়ন্ত্রণ সবার আগে দরকার।

তাই আবগারি দফতর ৬০ ডিগ্রির বদলে ৭০ ডিগ্রির মদ আনার পরিকল্পনা করেছে। সেইসঙ্গে দেশি মদের আকর্ষণীয়তা বাড়াতে কমহুয়া ও অন্যান্য গন্ধ যোগ করার পরিকল্পনা হয়। সেই অনুযায়ী, চালু হয়েছে সস্তার ৪৯টি ব্র্যান্ড।