মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার প্রার্থীর সংবাদ সন্মেলন

যশোরের মনিরামপুরের ভোজগাতী ইউনিয়নের নৌকার প্রার্থী আছমাতুন্নাহার অভিযোগ করেছেন, তার ইউনিয়নের দুই বিদ্রোহী প্রার্থী ভোটারদের বাড়িতে যেয়ে নৌকায় ভোট না দেয়ার জন্য হুমকী দিচ্ছে।

এমনকি তার কর্মী-সমর্থকদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেছেন।

নৌকার প্রার্থী আছমাতুন্নাহার বলেন, ভোজগাতীর বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম মোড়ল তফসীল ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচার কাজে বাঁধা দিয়ে আসছেন।

এমনকি আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীদের বলছেন, আমরা উপরের সাথে যোগাযোগ রেখেই নির্বাচনে দাঁড়িয়েছি। বহিস্কারের বিষয়টি সাময়িক। ভোট হয়ে গেলে তা উঠে যাবে।

নৌকার প্রার্থী আছমাতুন্নাহার আরও বলেন, বিদ্রোহী ওই দুই প্রার্থী জামায়াত-বিএনপির সশস্ত্র ক্যাডারদের নিয়ে মহড়া দিচ্ছে। এমনকি বাহিরাগত সন্ত্রাসীদের ভাড়ায় এনে তারা এলাকায় ভীতি ছড়াচ্ছে।

এতে সাধারণ ভোটাররা আতংকিত হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইব্রাহিম হোসেন, অলিয়ার রহমান, আনিসুর রহমান, হানিফ খোকন প্রমুখ।