রাশিয়ায় পরমাণু বোমা হামলার মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র চলতি মাসে পূর্ব ও পশ্চিম দিক থেকে তার দেশের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালানোর মহড়া দিয়েছে।

মহড়া চালাতে গিয়ে মার্কিন বোমারু বিমান রুশ সীমান্তের ২০ কিলোমিটারের কাছে চলে গিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এমন এক সময়ে এই অভিযোগ করলেন যখন ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংঘের সঙ্গে এক ভিডিও কনফারেন্সেও শোইগু বলেন, রাশিয়ার পূর্ব সীমান্তের কাছে মার্কিন বোমারু বিমানের আনাগোনা চীনের জন্য হুমকি।

শোইগু এই পটভূমিতে বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখার জন্য রাশিয়ায় ও চীনের মধ্যে সমন্বয় জরুরি বলেও মন্তব্য করেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশের সীমান্তের কাছে মার্কিন কৌশলগত বোমারু বিমানের তৎপরতা বেড়ে গেছে।

মার্কিন সামরিক মহড়া ‘গ্লোবাল থান্ডার’-এর সময় ১০টি আমেরিকান কৌশলগত বোমারু বিমান পশ্চিম ও পূর্ব দিক থেকে রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর মহড়া দিয়েছে।

তবে পেন্টাগন রাশিয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, এই মিশন পূর্বেই জনসম্মুখে ঘোষণা করা হয়েছিল।