যশোরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে যশোর সদরের চাঁচড়ায় এ সভার আয়োজন করা হয়। পরে ১শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, বাড়ির আঙ্গিনায় সামান্য জায়গা থাকলেও অনাবাদি রাখা যাবে না। সেখানে বিভিন্ন ধরণের সবজির আবাদ করতে হবে।

এতে একদিকে যেমন পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা মেটানো যাবে, তেমনি উদ্বৃত্ত সবজি বিক্রি করে আয় করাও সম্ভব।

এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চাঁচড়া আশ্রয়ন প্রকল্প এলাকার ২০টি পরিবারের অনাবাদি জমিতে ১০ প্রকার সবজির বাগান করে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, প্রশিক্ষণ কর্মকর্তা দিপঙ্কর দাস, অতিরিক্ত উপপরিচালক সৌমিত্র সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন,

কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম মিকাইল ইসলাম, শেখ মো. নুরুল্লাহ, জাকির হোসেন, মাহবুবুল আলম, আবু সায়াদ মো. আরিফ, এসএম কবির আহমেদ, আব্দুর রহমান প্রমুখ।