৫ দফা দাবিতে যশোরে পৌরসভা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যর মূল্যই বেড়েছে। কিন্তু আমাদের মজুরী বাড়েনি। আমরা কিভাবে চলি, কিভাবে খাই, কিভাবে থাকি, সে খোঁজ কেউ কখনও নেয়নি।

বৃহস্পতিবার বিকেলে যশোরের দড়াটানা ভৈরব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নেতৃবৃন্দ। মজুরী বৃদ্ধি, এনজিওদের নিয়োগ বাতিলসহ ৫ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ আমাদেরকে নিয়মিত বেতন দেয়না। বেতন-ভাতা নিয়ে তারা টালবাহানা করে। এ অবস্থায় তারা শহরের বর্জ্য অপসারণে এনজিওদের নিয়োগ দিয়েছে।

আমাদের কর্মচারী ভাইদের বিনা কারণে ছাঁটাই করেছে। এভাবে আমাদের ওপর তারা নীপিড়ন চালিয়ে যাচ্ছে। তারা কখনও আমাদের মত সাধারণ মানুষের কথা ভাবেনি।

বক্তারা অভিযোগ করেন, আমাদের বেতন কম। অথচ পৌর কর্তৃপক্ষ মোটা টাকার চুক্তিতে এনজিওদের মাধ্যমে শহরের বর্জ্য অপসারণ করাচ্ছে। নিজেদের পকেট ভরার জন্য তারা আজ এনজিওদের কাজ দিচ্ছে। এতে সরকারের টাকা অপচয় হলেও সেদিকে তাদের খেয়াল নেই।

পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোরের সভাপতি আশুতোষ বিশ্বাস, শ্রমিক ইউনিয়নের মন্টু বিশ্বাস, হিরণ লাল সরকার, সাজেন ডোম, জনি বিশ্বাস প্রমুখ।