বাঘারপাড়ায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নিবার্চনকে কেন্দ্র করে যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

২৮ নভেম্বর রবিবার সকালে নারিকেলবাড়িয়া ইউনিয়নের দৌলতপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। তাদের মধ্যে ৪ জনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, দৌলতপুরের নোয়াব আলী বিশ্বাসের ছেলে বাবলু (৫০), জালাল বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (৩০), নোয়াব আলী বিশ্বাসের ছেলে মিন্টু (৪৫) এবং খাইরুল ইসলাম (৫০)।

আহত তুষার বিশ্বাস জানান, আমরা নারিকেলবাড়িয়া ইউনিয়নের দৌলতপুর সরকারি বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলাম। এসময় মেম্বার প্রার্থী শামসুর রহমানের লোকজন আমাদের ওপর হামলা চালায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, সকাল সাড়ে দশটারদিকে আশরাফুল ইসলাম ও শামসুর রহমান নামের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।