জহুরপুরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় আহত অন্তত ৮

jessore hospital

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে সাকিব নামের এক যুবককে মুমুর্ষ অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাকিব পদ্মবিলা গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জহুরপুরের নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টু অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বদর উদ্দিন মোল্লার সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে হলিহট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে হামলা চালায়।

এসময় তারা নৌকার সমর্থকদের বেধড়ক মারপিট করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নৌকার অন্তত ৮ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় কয়েকজন নৌকার সমর্থক আহত হয়েছেন। তবে ঘটনা শুরুর সাথে সাথেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।