নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, লজিস্টিক খাতের উন্নয়নে অধিকতর বেসরকারি বিনিয়োগ আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) রেডিসন হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ এর একটি অধিবেশনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, লজিস্টিক খাতের সামগ্রিক উন্নয়ন ও বিকাশে সরকার ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করেছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা
এবং ২০৪১ সালের বাংলাদেশের জন্য প্রণীত প্রেক্ষিত পরিকল্পনায় লজিস্টিক খাতকে একটি প্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০২৩ সালের মধ্যে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে ভৌত অবকাঠামো এবং লজিস্টিকস খাতে বিনিয়োগ ৮-১০ শতাংশে উন্নীত করতে হবে।
সরকার এ খাতে বেসরকারি বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের বিনিয়োগে উৎসাহিত করছে।এছাড়াও খাতটিকে বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।