রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

dmp logo

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার ২৮ পিস ইয়াবা, ৪২৭ গ্রাম ৩৩০ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল, ৫২ কেজি ২৮০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম আইস জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।