যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত

যশোরের ছিনতাইকারীর ছুরিকাঘাতে জখম স্বামী স্ত্রী। বুধবার সন্ধ্যায় বেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, শহরের আরএন রোড এলাকার দোকান কর্মচারী জাহিদ হাসান (২৮) ও তার স্ত্রী নুসরাত ফারিয়া (১৮)।

আহত জাহিদ জানান, সে তার স্ত্রীকে নিয়ে বেজপাড়া হেমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। যাওয়ার পথে বেজপাড়া ছয়তলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত কয়েকজন তাদের রিক্সা থামায়।

এসময় তার স্ত্রীর ব্যাগ ধরে টানাটানি করে। আমি বাধা দিলে আমাকে ছুরিকাঘাত করে। পরে আমার স্ত্রীকে ছুরিকাঘাত করে তার ব্যাগ নিযে পালিয়ে যায়।

এসময় আমার স্ত্রীর ব্যাগে দেড় হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিলো। পরে স্থানীয়দের সহায়তায় আমরা যশোর সদর হাসপাতালে ভর্তি হই।

তিনি আরো বলেন, পরে খোঁজ নিয়ে জানতে পারি ছিনতাইকারীরা ছিলেন, বেজপাড়ার গোড়গোল্লার মোড় এলাকার খালেকের ছেলে ডলারের নেতৃত্বে আরো তিন থেকে চারজন এর সাথে জড়িত ছিলো।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুরসালিনুর রহমান বলেন, আহতদের ভর্তি নেয়া হয়েছে। তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা আশঙ্কা মুক্ত।