মণিরামপুরে ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

সংগ্রাম করে জীবনের মোড় ঘুরানোয় ও সমাজ সেবায় অবদান রাখায় যশোরের মণিরামপুরে পাঁচ সফল নারীকে জয়িতা সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ৯ ডিসেম্বর রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

সফল পাঁচ নারী হলেন- উপজেলার টেকেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী সরকার, হায়াতপুর গ্রামের দিলরুবা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের সচিব নাজমা খাতুন ও কুচলিয়া গ্রামের নিপান্বিতা বিশ্বাস।

শিক্ষক স্বামীর নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যামে জীবন শুরু করায় শ্যামলী সরকারকে, কষ্টের সংসারে টিউশনি করে তিন সন্তানকে প্রতিষ্ঠিত করায় রত্নগর্ভা হিসেবে দিলরুবা আক্তারকে,

সমাজ সেবায় অবদান রাখায় জলি আক্তারকে, কর্মক্ষেত্রে সেবা দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় নাজমা আক্তারকে এবং অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করায় নিপান্বিতা বিশ্বাসকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।