ঝিনাইদহে ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় এসপির ব্রিফিং

চতুর্থ ধাপে ঝিনাইদহের ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্বায়িত্ব পালন বিষয়ে ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম।

শনিবার সকালে ঝিনাইদহ সদর থানার আয়োজনে জেলা শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টুডিয়ামে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্বায়িত্ব পালন বিষয়ে ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেল অফিসার আবুল বাশার,

সদর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সোহেল রানা সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে ১’শ ৪৮ টি ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্বায়িত্ব পালন করতে হবে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সে জন্য পুলিশকে সজাগ থাকতে হবে। ভোটকেন্দ্রে ভোটার দের আশায় বাধার সৃষ্টি করলে কঠোর অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।

নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নিরপেক্ষ করতে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব,আনসার সদস্য, বিজিবি,নির্বাহী ম্যাজিস্ট্রেট,স্টাইকিং ফোর্স মোতায়েন থাকবে বলেও পুলিশ সুপার জানান।