যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা, আটকের নির্দেশ

court jessore
ফাইল ছবি

যশোরের শার্শার নিজামপুর গ্রামে পিতা-মাতাকে মারপিট ও টাকা চুরির অভিযোগে ছেলে শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোটি গ্রহন করে ছেলের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সোমবার ২৭ ডিসেম্বর নিজামপুর গ্রামের হাজী আব্দুস সাত্তারের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, শহিদুল মাদকাশক্ত, দাঙ্গাবাজ ও অসামাজিক লোক।

টাকার জন্য প্রায় শহিদুল তার স্ত্রীকে প্রায় মারপিট করত। স্ত্রীর টাকা গহনা ও জমির দলিল চুরি করে নিবে বলে শহিদুল প্রায় তাকে হুমকি দিত।

গত ১০ ডিসেম্বর আসামি শহিদুল তার মায়ের ঘরে ঢুকে খুন জখমের হুমকি দিয়ে এক লাখ ৩৫ হাজার ৫শ’ টাকা নিয়ে যায়।

এ সময় মরিয়ম বেগম ও শহিদুলের বৌ বাধা দিলে শহিদুল তাদের মারপিট করে পালিয়ে যায়। এরপর শহিদুল খুন জখমের হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।