বৈঠকে বসছেন বাইডেন ও পুতিন!

অবশেষ বৈঠকে বসতে যাচ্ছে দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া। দীর্ঘ টালবাহানা কাটিয়ে ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিষয় ও ইউক্রেন সমস্যা নিয়ে জানুয়ারিতে বৈঠকে বসতে যাচ্ছেন দেশ দুটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন।

এই বৈঠকে পরমাণু শক্তি নিয়ন্ত্রণের বিষয়েও বিশদ আলোচনা হতে চলেছে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনই সেভাবে মুখ খুলছে না ওয়াশিংটন।

যদিও সোমবার এই বৈঠকের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পর কিছুক্ষণের মধ্যে নাম না-করার শর্তে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র জানিয়েছিলেন, ১০ জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

মঙ্গলবারই (২৮ ডিসেম্বর) অবশ্য রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সারগেই র‌্যাবকোভ তারিখটি নিশ্চিত করেছেন। সঙ্গে তিনি জানিয়েছেন, ১০ তারিখ সুইজারল্যান্ডের জেনেভাতে মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা।

গত জুনে জেনিভাতেই শেষবার মুখোমুখি হয়েছিলেন জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিন। আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ওই কর্মকর্তার বক্তব্য, যখন দু’পক্ষ বসবে তখন রাশিয়া যেমন তাদের উদ্বেগের কথা তুলে ধরবে, আমরাও আমাদের অভিযোগ তুলে ধরব। পরে ১২ জানুয়ারি বৈঠকে বসবেন ন্যাটো ও মস্কোর প্রতিনিধিরা। সূত্র: এএনআই, ইউএনআই