সরকারি চাকরিজীবীদের বেতন কমিয়েছে চীন

সরকারি চাকরিজীবীদের বেতন ২৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে চীন। দেশটির পৌরসভার এক সরকারি কর্মকর্তার ‘বেতন কমানোর বর্ণনা’র ভিডিও ভাইরাল হলে এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।

কাতসুজি নাকাজাওয়া নিক্কেই এশিয়াতে লিখেছেন, সরকারি কর্মকর্তাদের ২০ শতাংশ বেতন কমানো হয়েছে, কোন ধরনের ব্যাখ্যা ছাড়া এমন ঘটনা চীন ছাড়া যেকোন দেশে এটি বিশাল ইস্যু হবে।

হ্যাংঝৌউ পৌরসভার এক সরকারি কর্মকর্তার দেশটিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেননা তার যে ২৫ শতাংশ বেতন কমানো হয়েছে এমন ঘটনার বর্ণনা তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

তিনি লিখেন, এটি শুনুন, আমার বার্ষিক বেতন ২৫ শতাংশ কমানো হচ্ছে। তা বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৭৪ হাজারের কম হচ্ছে। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর চীন কর্তৃপক্ষ তা মুছে দেয়।

সরকারি চাকরিজীবীদের বেতন কমানো নিয়ে দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত ঘোষণা দেয়া হয়নি। দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মকর্তাদের যে বেতন কমানো হয়েছে তা নিয়ে রিপোর্ট এসেছে।

সেসব অঞ্চলের মধ্যে রয়েছে গুয়াংডং, জিয়াংশু, সাংঘাই এবং তিয়ানজিন। তথ্যসূত্র: এএনআই।