মালদ্বীপে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯১ জন। তাদের মধ্যে বৃহত্তর রাজধানীর মালেতে ৫৩ জন রাজধানীর বাহিরে আইল্যান্ডে গুলোতে ৬৮ জন,
পর্যটন কেন্দ্র রিসোর্ট গুলোতে ৬৬ জন,সাফারিবোর্ড আক্রান্ত ৪ জন। নিয়ে এখন পর্যন্ত মালদ্বীপে করোনায় আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৮৯১ জন।
১ জানুয়ারি ২০২২ সন্ধ্যায় মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা, নিয়মিত সংবাদ বুলেটিনে করোনা ভাইরাসের সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য সুরক্ষা সংস্থার রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩ হাজার ২৩৬ জন।
এখন পর্যন্ত মালদ্বীপে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬২ জন। করোনা আক্রান্ত রোগী আছে ২ হাজার ৩৮১ জন,হাসপাতালে ভর্তি আছে ১৬ জন।