যুক্তরাষ্ট্রে দাবানলে তিনজনের প্রাণহানির আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় রাজ্য কলোরাডোয় ভয়াবহ দাবানলের পর তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজ্যটির কর্মকর্তাদের আশঙ্কা, তাদের কেউই আর জীবিত নেই। খবর বিবিসির।

কলোরাডোর বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়া দাবানল হাজারও বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে।

স্থানীয় পুলিশ প্রথম দিকে দাবানলে কারও মৃত্যু হয়নি বলে জানান এবং একে ‘অলৌকিক’-অ্যাখ্যা দেন। কিন্তু পরে বোল্ডার কাউন্টির এক মুখপাত্র একে ভুল বলে স্বীকার করে নেন।

নিখোঁজদের কারও সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তাদের একজন ৯১ বছর বয়সি এক নারী বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

তিনজনেরই বেঁচে থাকার সম্ভাবনা কম থাকায় মৃতদেহ খুঁজতে পারদর্শী কুকুর মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন বোল্ডার কাউন্টির শেরিফ জো পেলে।

দাবানলে কেবল বোল্ডার কাউন্টিরই ৬ হাজার একর জমি পুড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

বোল্ডার ২৫ সেন্টিমিটারের বেশি তুষারে ঢাকা পড়েছে, যা নিখোঁজের সন্ধানকাজেও ব্যাঘাত ঘটাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে পুরু তুষারের মধ্যে পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া অনেকে বাড়ি ফিরে দাবানলের তাণ্ডব দেখে হতভম্ব হয়ে গেছেন। দাবানলের কারণ খতিয়ে দেখা হচ্ছে।