চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ২২

চীনের ইউনান প্রদেশে ভূমিকম্পে ২২ জন আহত হয়েছেন। রোববার ২ জানুয়ারিদেশটির জনপ্রিয় পর্যটন শহর লিজিয়াংসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। খবর: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, চীনের ইউনান এবং সিচুয়ান প্রদেশের সীমান্তে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ এবং গভীরতা ছিল ৩৮ কিলোমিটার।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ এবং গভীরতা ছিল ৬.২ মাইল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইউনান প্রদেশের লিজিয়াং শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে।

ইউনান প্রদেশের সিসমোলজিক্যাল ব্যুরো জানিয়েছে, অনুভূত ভূমিকম্পে দুইজন গুরুতরসহ ২২ জন আহত হয়েছেন। তবে প্রাদেশিক সিসমোলজিক্যাল প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে বাড়িঘর ক্ষতিগ্রস্তের কোনো তথ্য তারা পাননি।

যদিও রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি জিনহুয়ার খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে ৬০টি শক্তিশালী অনুসন্ধান ও উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে।