আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করলো তালেবান

আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির নতুন শাসকগোষ্ঠী তালেবান। বন্যা ও অতিরিক্ত তুষারপাতের কারণে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

দুর্য়োগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রদেশের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আরও প্রস্তুতি নেওয়ার জন্য। আগামী কয়েকদিন বৃষ্টি ও ভারি তুষারপাত হবে দেশটিতে।

দুর্য়োগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রেডিও ফ্রি অব আফগানিস্তানকে জানিয়েছেন, তারা প্রদেশগুলোতে বিভিন্ন উপকরণ পাঠিয়েছেন। এগুলো এখনো বিতরণের কাজ চলছে।

তিনি আরও জানিয়েছেন, তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন তুষারপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো চালু করতে সহায়তা করার জন্য।

আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে উত্তরের প্রদেশগুলোকে যুক্ত করা সালাং বিশ্বরোডটি ভারি তুষারপাত ও প্রচণ্ড বাতাসের কারণে বন্ধ হয়ে আছে।

বর্তমানে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩২টি প্রদেশে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এর প্রভাবে বিভিন্ন প্রদেশে বন্যা দেখা দিয়েছে এবং অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। সূত্র: দ্য খামা প্রেস