যশোরে লাভলী হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন 

তৃতীয় লিঙ্গের (হিজড়া) লাভলী হত্যার খুনি ও হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠী ও অর্পন মানব কল্যাণ সংস্থা সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয়।

এর আগে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ গ্রহন করে খুলনা বিভাগের তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি দিতি খাতুন, কুলসুম বেগম, যশোরের হিজড়া গুরু নিলু, চাঁদনি, সোহেলী, অনজু, পাহাড়ি, চুমকি, প্রমুখ।

লাভলী হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে একাত্মতা ঘোষনা করেন মানববন্ধনে অংশ গ্রহন করেন জেলা এনজিও সমন্বয়কারি শাজাহান নান্নু, বষ্ট যশোর ইউনিটের কো-অডিনেটর অ্যাড. মোস্তফা হুমায়ন কবীর,

নাগরিক উদ্যোগের জেলা সমন্বয়কারি নাসির উদ্দিন, লাইট হাউজের ডিআইসি ম্যানেজার মিলন মন্ডল, আইইডি যশোরের কাজল, সাবেক পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত,বঞ্চিতা যশোরের সাধারণ সম্পাদক সুজন শেখ।

হিজড়া গুরু নিলুর সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন অর্পন মানব কল্যাণ সংস্থার সিবিও কো-অর্ডিনেটর রুবাইদুল হক সুমন। এ

র আগে লাভলী হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে জেলা প্রাশাসকের কাছে স্মারক লিপি দেয়া হয়। ৮ জানুয়ারি সকালে লাভলীকে যশোর সদরের হালসা ব্রিজের উপর গলা কেটে হত্যা করা হয়।