ঝিনাইদহে হেল্পিং সেন্টারের উদ্যোগে এতিমখানায় আসবাবপত্র প্রদান

ঝিনাইদহে নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আসবাবপত্র প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার ভোজঘাট গ্রামের এতিমখানায় একটি আলমারী প্রদান করে হেল্পিং সেন্টার।

সেসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল বাসার, এতিমখানার প্রতিষ্ঠাতা শাহানশাহ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ,

ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য বসির আহাম্মেদ, হেল্পিং সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি নেছার আহমেদ কাদের।সাধারন সম্পাদক রাহুল সিকদার, ত্রান ও দুর্যোগ সম্পাদক এইচ এম আশিক,

সদস্য রিফাত হোসেন, বকুল হোসেন, সোহাগ হোসেন, শাহপরান, নিরাব হোসেন, এনামুল হক, বকুল হোসেন, ইয়ছিন আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বেও ৫০ টি পবিত্র আল কোরআন প্রদান করে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে নানারকম সহযোগীতা করে থাকে হেল্পিং সেন্টার নামের এ সেচ্ছাসেবী সংগঠনটি।