ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাকার্তায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় এ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে যে, ভূমিকম্পটি বানটেন প্রদেশ থেকে ৫২ কিলোমিটার ৩২ মাইল ১০ কিলোমিটার গভীরে আঘাত করেছিল, তবে এত সুনামির সম্ভাবনা ছিল না।

জাকার্তা ছাড়াও দেশটির পশ্চিম জাভা প্রদেশ এবং সুমাত্রা দ্বীপের ল্যাম্পুংয়েতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থ রয়টার্স।

গত মাসেও একটি ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প পূর্ব ইন্দোনেশিয়ায় আঘাত হানে, ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করলেও দুই ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয়।