শহীদ মমিন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

ঝিনাইদহে শহীদ মমিন স্মৃতি সংঘের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন জেলার ৮ টি দল ঝিনাইদহ সদর উপজেলার বেড়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ান হন হামদহ বাবু ক্রিকেট একাদশ।অপরদিকে রানার্সআপ হন সাগর ক্রিকেট একাদশ ঝিনাইদহ। সাগর ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে,

অপর দিকে হামদহ বাবু ক্রিকেট একাদশ ১ ওভার হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাকিল হাসান।

উক্ত খেলায় শহীদ মমিন স্মৃতি সংঘ ক্লাব এর সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খান মোঃ আব্দুল্লাহ আল মামুন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ সোহেল রানা, বেসরকারী এনজিও সংস্থা সিও’র নির্বাহী পরিচালক মোঃ সামসুল আলম, জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসার্চ সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

পরে চ্যাম্পিয়ান দলকে নগদ ৫ হাজার টাকা ও ট্রাফি এবং রানার্সআপ দলকে নগদ ৩ হাজার টাকা ও ট্রাফি তুলে দেয়া হয়। ম্যান অফ দা ম্যাচ হন সাকিল হাসান এবং ম্যান অফ দা টুনামেন্টে হন টি আই রাসেল।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন শহীদ মমিন স্মৃতি সংঘ ক্লাব এর সভাপতি।শত শত লোক ক্রিকেট খেলাটি উপভোগ করেন।