বেনাপোলে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার

বেনাপোল সীমান্ত থেকে ২৮৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ।

রোববার বেলা বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের মধ্যেপাড়া মসজিদ এর পাশ থেকে ফেন্সিডিলের এ চালানটি উদ্ধার করা হয়। তবে কোন মাদক চোরাচালানী ব্যবসায়িকে এই চালানের সাথে আটক করা যায়নি।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্ণেল সাহেদ মীনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানা যায় ভারত থেকে মাদক চোরাচালানীরা বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে আসছে।

এসময় বিজিবির টহল দল ওই এলাকায় তাদের ধাওয়া করলে তারা ফেন্সিডিলের এ চালান ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ফেলে যাওয়া কয়েকটি বস্তা থেকে ২৯৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় যারা আনুমানিক মুল্য ১১,৯৫,২০০ টাকা।

উদ্ধারকৃত ফেন্সিডিল যশোর ব্যাটালিয়নে নিয়ে ধ্বংস করা হবে বলে সিজার লিষ্ট করা হয়েছে।