নারায়ণগঞ্জে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

EC

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

কমিশনে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। সেই সঙ্গে ধারণা করা হচ্ছে, ৫০ শতাংশ ভোট পড়েছে।

রোববার ১৬ জানুয়ারি সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

রোববার ১৬ জানুয়ারি বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। ইতোমধ্যে ভোট গণনা শুরু করেছে নির্বাচন কমিশন।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ১৯২টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪৮ টি কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

৪৮ কেন্দ্রে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ২১৬৩৫ ভোট, অন্যদিকে ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৩৮২৭৪ ভোট।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

ভোটাররা যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এ জন্য কেন্দ্রে কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রথমবারের মতো নাসিকের শতভাগ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়া হয়।