যশোরে নিজেকে বদলানোর কর্মশালা অনুষ্টিত

নিজেকে বদলাও, ভাগ্য বদলে যাবে-এই শ্লোগানে যশোরে তরুণদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও লেখাজোখার কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে প্রথম আলো বন্ধুসভা যশোরের উদ্যোগে ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। কর্মশালায় নেতৃত্ব উন্নয়নে দলগত কাজ, স্বেচ্ছাসেবার মাধ্যমে নিজেকে সামাজিক করে গড়ে তোলা, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থাকলে জীবনে কি ধরণের পরিবর্তন হয়-এসব বিষয় নিয়ে প্রশিক্ষক দেন আইনজীবী তাহমিদ আকাশ।

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তি লেখা ও গণমাধ্যমের সাথে সম্পর্ক উন্নয়নের কৌশলসহ লেখাজোখার নানা দিক তুলে ধরেন প্রথম আলোর সাংবাদিক মনিরুল ইসলাম। কর্মশালায় বন্ধুসভা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৫ তরুণ অংশ নেন।

উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্ধুসভার সভাপতি নাসরিন শিরিন, সাবেক সভাপতি লাকি রানী কাপুড়িয়া, বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌমেন্দ্র গোস্বামী।