বেনাপোলে টিভিএস বাজার এর সার্ভিসিং সেন্টার উদ্বোধন

খরচ বাঁচাতে সময় বাঁচাতে নিজ শহরের উন্নয়ন ও অর্থ অপচয় থেকে সরে আসতে নিজ এলাকায় কাজ করতে হবে। যে সকল জিনিসের গুনগত মান এবং কাজ একই সে সকল জিনিস পত্রের কেনা কাটা, মেরামত সহ বিভিন্ন কাজ অন্য শহরে না যেয়ে নিজ শহরে কাজ করে অর্থনৈতিক ভাবে গতিশীল করতে হবে।

এতে সময় ও অর্থ দুইটা শাশ্রয় হবে। কথাগুলো বললেন আলামিন টিভিএস মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার এর শুভ উদ্ভোধন অনুষ্টানে প্রধান অতিথি যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

এসময় উপস্থিত ছিলেন টিভিএস এর ম্যানেজার আরিফুর রহমান, সার্ভিসিং ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম এক্সিকিউটিভ স্পেয়ার পার্টস কর্মকর্তা শাহ হুসাইন মোঃ তোফাচ্ছির, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, বেনাপোল আলআমিন টিভিএস এর সত্বাধিকারী আল- আমিন প্রমুখ।