পুড়িয়ে ধ্বংস করা হলো যশোরের প্রায় ৪ লাখ জাতীয় পরিচয় পত্র

যশোর সদর উপজেলা এলাকার প্রায় পুরানো ৪ লাখ জাতীয় ভোটার আইডি কার্ড আইডি পুড়িয়ে ফেলা হয়েছে।

সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে কার্ডগুলো পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকার জানান, ৩ লাখ ৮৬ হাজার পুরানো ভোটার আইডি কার্ড পোড়ানো হয়। পুরনো কার্ডগুলো তেইশটি বস্তার মধ্যে দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাচন অফিসে রাখা ছিল।

বেলা ১২ টার দিকে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লি়ংকন, যশোর সদরের ফরেস্টার রনজিত কুমার দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।