বিমানের শারজাহ ফ্লাইট ফের চালু হচ্ছে ২৫ জানুয়ারি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে ফের ফ্লাইট চালু করছে সংযুক্ত আবর আমিরাতের শারজাহ রুটে। প্রায় তিন দশক আগে এই রুটে বিমান ফ্লাইট পরিচালনা করতো।

যাত্রী স্বল্পতার জন্য ফ্লাইট বন্ধ হয়ে যায়। এখন এই শারজাহ রুটে যাওয়া-আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার টাকা। শারজাহ থেকে চট্টগ্রাম হয়ে এই ভাড়া লক্ষাধিক।

দুবাই থেকে স্বল্প দূরত্বের শারজাহতে এখন একচেটিয়া ফ্লাইট পরিচালনা করছে শারজাহ’র সরকারি বাজেট এয়ারলাইন্স ‘এয়ার এরাবিয়া’।

এই এয়ারলাইন্সের ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট পরিচালিত হয়। বাজেট বলা হলেও একচেটিয়া বলে ভাড়াও গলকাটা।

ঢাকা-শারজাহ রুটে ফিরতি ফ্লাইটের জন্য আদায় করা হচ্ছে ৬৬ হাজার টাকা। চট্টগ্রাম থেকে এই ভাড়া এক লাখ টাকার ওপরে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে চালু হতে যাওয়া ঢাকা-শারজাহ রুট এখন সপ্তাহে ৪ টি ফ্লাইট, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার।

এয়ার এরাবিয়া এই রুটে ব্যবহার করছে এয়ারবাস-৩২১। বিমানের অবশ্য ব্যবহার করার কথা রয়েছে বোয়িং ৭৩৭ এয়ারক্র্যাফট। এয়ার এরাবিয়ার সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে বিমানকে।

সরকারি মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন সর্বাধুনিক এয়ারক্র্যাফটে পরিপূর্ণ। পরিচালনা ব্যবস্থা অনভিজ্ঞ, আমলা নির্ভর হওয়ায় রুট প্লানিং সুষ্ঠুভাবে তৈরি করা সম্ভব হচ্ছে না।

শারজাহ রুট কতটা সাফল্য বয়ে আনবে তা নিয়েও অনেকে সন্দিহান। এর আগে বিমানের শারজাহ রুটে ফ্লাইট পরিচালনার মূল কারণ ছিল শারজাহ’র শাসকের ব্যক্তিগত ইচ্ছা।

তিনি বিমানকে দিয়েছিলেন সাশ্রয়ী পার্কিং চার্জসহ অন্যান্য অনেক সুবিধা। শারজাহ এখন নিজস্ব এয়ারলাইন্স ‘এয়ার এরাবিয়া’ গড়ে তোলায় এগুলো সুবিধা পাওয়া কঠিন এবং প্রতিযোগিতা করেই বিমানকে টিকতে হবে।