প্রায় ২০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

whatsapp

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ২০২১ সালের নতুন আইটি নিয়ম অনুযায়ী গত ডিসেম্বরে ভারতের ২০ লাখ ৭৯ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এ তথ্য জানায়। গত ডিসেম্বরে হোয়াটসঅ্যাপ ২০২১ এর আইটি নিয়ম অনুযায়ী তাদের সপ্তম মাসিক প্রতিবেদন প্রকাশ করে।

সেই প্রতিবেদনেই এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বন্ধের তথ্য জানানো হয়। হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, ডিসেম্বরেই তারা ৫২৮ টি অভিযোগ পেয়েছিল

এবং সবগুলোর জবাব দেয়া হয়েছে। যার মধ্যে ফেইক প্রোফাইল থেকে হয়রানিসহ হ্যাক করা অ্যাকাউন্ট গুলোও ছিল। তিনি আরোও বলেন, আমাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ক্রমাগত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অত্যাধুনিক প্রযুক্তি,

ডেটা বিজ্ঞানীসহ সকল প্রক্রিয়াগুলিতে বিনিয়োগ করছি। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে, মেটা সোমবার ঘোষণা করেছে যে,

ডিসেম্বরে তারা তাদের নতুন আইটি নিয়ম-২০২১ অনুসারে ১৩টি ক্যাটাগরিতে ফেসবুক থেকে প্রায় ১ কোটি ৯৩ লাখেরও বেশি এবং ইন্সটাগ্রাম থেকে ১২টি ক্যাটাগরিতে প্রায় ২ কোটি ৪ লাখের বেশি ক্ষতিকর বিষয়বস্তু (Harmful Content) ডিলিট করে দেয়া হয়েছে। সূত্র-ডাব্লিউআইও