ঝিনাইদহ মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে পিঠা মেলা ও বসন্ত উৎসব

ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়া এলাকার মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শাহিনুর আলম লিটন এর উদ্যোগে প্রতিষ্ঠান চত্বরে পিঠা মেলা ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

প্রকৃতি যেমন অপরূপ সাজে সেজেছে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে। ঠিক তেমনি সারাদেশের ন্যায় ঝিনাইদহবাসীও বরণ করে নিচ্ছে ঋতুরাজ বসন্তকে।

ফুল দিয়ে বাসন্তী সাজে সেজে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত হয় বিদ্যালয় চত্বরের অনুষ্ঠানস্থলে। প্রথমত পুরাতন ও নতুন বন্ধুরা আনন্দ-উৎসবে মেতে ওঠে পিঠা মেলা ও বসন্ত বরণ অনুষ্ঠানে। এছাড়াও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা আয়োজন করে পিঠা মেলার। পিঠা মেলার স্টলে প্রদর্শন করা হয় বিভিন্নরকম পিঠার, যেমন পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, ঝিনুক পিঠা, ডালবড়া, জামাই ভাজা পিঠা,

সবজির রোল, সেমাইয়ের বরফি, তিল পিঠা, ভিজনা পিঠা, কাঁচি খোঁচা পিঠা, আচার, তালের পিঠাসহ হরেক রকমের পিঠা। পিঠা মেলা ও বসন্ত বরণ উৎসবে উপস্থিত ছিলো তরুণ-তরুণী, শিশু সহ সব বয়সী নারী-পুরুষ।