ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান এরদোগান

turkey president erdogan

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।

রোববার ৬ মার্চ এই দুই নেতা কথা বলবেন বলে জানিয়েছেন ইব্রাহিম কালিন। তুরস্কের প্রেসিডেন্টের এই মুখপাত্র বলেন, ইউক্রেনের চলমান সংকট সমাধানে তুরস্ক সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইব্রাহিম কালিন বলেছিলেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেন ও রায়িশার মধ্যে আলোচনা আয়োজন করার প্রস্তাব পুনরায় জানিয়েছে তুরস্ক।

কেননা মস্কো বা কিয়েভের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারে না তুরস্ক। প্রসঙ্গত, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রুশ সেনারা।

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে শনিবার ৫ মার্চ দশম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। তাদের সঙ্গে অংশ নিয়েছেন বহু বেসামরিক মানুষ। এরই মধ্যে দুটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।