ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন সদর উপজেলা কর্তৃক আয়োজিত নিজস্ব মিলনায়তনে ২০২১ সালের শ্রেষ্ঠ কেয়ারটেকার, শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম ফজলুর রহমান।
সেসময় বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুজ্জামান, মাওলানা ওবায়দুল্লাহ। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ ফিল্ড অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ তিন জন কেয়ারটেকার,
সদর উপজেলার তিন জন শ্রেষ্ঠ শিক্ষক ও প্রাক-প্রাথমিক কেন্দ্রের তিন জন এবং কুরআন শিক্ষা কেন্দ্রের তিন জন শিক্ষার্থীকে ইসলামিক ফাউন্ডেশনের বই উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ দের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।