শান্তি আলোচনার ডাক দিলেন চীনের প্রেসিডেন্ট

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরিস্থিতি ‘দুর্ভাবনার’ উল্লেখ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার ৮ মার্চ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এদিন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে যোগ দেন শি জিনপিং। এতে চীনা প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনাকে তিন দেশেরই সমর্থন দেওয়া উচিত।

এছাড়াও পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার ওপর অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি।গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। ধ্বংস হয়ে গেছে সামরিক-বেসামরিক বহু অবকাঠামো। মঙ্গলবার যুদ্ধের ১৩তম দিনেও ইউক্রেনের শহরগুলো তে ভারী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়ার সেনারা।