ইউক্রেনের পরমাণু প্লান্ট পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি মস্কোর

ইউক্রেনের জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রের পুরোপুরি রাশিয়ার ন্যাশনাল গার্ড নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে মস্কো। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রের কর্মীরা স্বাভাবিক কাজকর্ম করছেন।

এর নিরাপত্তার দায়িত্বে থাকা ইউক্রেনের ন্যাশনাল গার্ডের সদস্যরা আত্মসমর্পণ করেছে। এর আগে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় দাবি করেছিল যে, রুশ বাহিনী পরমাণু কেন্দ্রটির কর্মীদের নিপীড়ন করছে।

তাদের জিম্মি করে রাখা হয়েছে। জ্বালানিমন্ত্রী হারমেন হালুশেঙ্কো সতর্ক করে বলেছিলেন, প্রোপাগান্ডায় ব্যবহারের উদ্দেশ্যে রাশিয়া হয়তো প্লান্ট কর্তৃপক্ষের কাছ থেকে জোরপূর্বক একটি মিথ্যা বিবৃতি আদায় করবে।

রাশিয়া ও ইউক্রেনের এসব দাবির ব্যাপারে বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। গত সপ্তাহে চার ঘণ্টা গোলাবর্ষণের পর ইউরোপের সর্ববৃহৎ এই প্লান্টটি দখলে নেয় রাশিয়া।

আজ সেটি পূর্ণ দখলে নিয়ে যাওয়ার খবর এলো। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালান রুশ সেনারা। ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৪তম দিন চলছে আজ।

এ লড়াইয়ে এ পর্যন্ত ৪৭৪ জন ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ, যাদের মধ্যে ১৭ জন শিশুও রয়েছে। ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধে ১২ সহস্রাধিক রুশ সেনা প্রাণ হারিয়েছেন।