ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়েছে ১৩ লাখ

রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর সে দেশ থেকে প্রায় ১৩ লাখ ৩০ হাজার লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

পোলিশ সীমান্ত রক্ষী কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। বুধবার ৯ মার্চ তারা জানায়, যারা পোল্যান্ডে এসেছে তাদের মধ্যে ৯৩ শতাংশ ইউক্রেনীয় নাগরিক,

১ শতাংশ পোলিশ এবং ৬ শতাংশ লোক পৃথিবীর প্রায় ১০০টি দেশ থেকে আসা। এতে বলা হয়, শুধু বুধবার সকালেই সাড়ে ৩৩ হাজার লোক ইউক্রেন সীমান্ত পার হয়ে পোল্যান্ডে ঢুকেছে।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয় ২৪ ফেব্রুয়ারি। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। সূত্র: বিবিসি