ডলারের ব্যবহার কমিয়ে দিচ্ছে রাশিয়া

dollar

রিজার্ভ এবং আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের ব্যবহার কমিয়ে দিচ্ছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। ওই নিষেধাজ্ঞায় নিজেদের ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে এই পদক্ষেপট নেয়া হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইকোনমিক কোঅপারেশন পরিচালকের বরাতে এই তথ্য জানায় সংবাদ সংস্থা রিয়া। খবর আল-জাজিরার।

সর্বশেষ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে যুক্তরাষ্ট্র রাশিয়ার ব্যাংক, রাজনীতিক,

ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দ করে। এছাড়া পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে রাশিয়ার ওপর। উল্লেখ্য, বুধবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৪ তম দিন চলছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল,

আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।