ওই সময় পশ্চিমারা চুপ ছিল, তাই এই যুদ্ধ: এরদোগান

erdogan turky

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন।

শুক্রবার তুরস্কে আনতালিয়া কূটনৈতিক ফোরামের উদ্বোধনী ভাষণে জানান, ২০১৪ সালে যখন রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নিয়ে নেয় তখন পশ্চিমা দেশগুলো চুপ ছিল। তখন যদি তারা সরব হতো তাহলে এ নতুন যুদ্ধ থামানো যেত।

এ ব্যাপারে এরদোগান বলেন, যদি পশ্চিমারা ওই সময় আওয়াজ তুলত তাহলে আজ এ চিত্র আমরা দেখতাম? যারা ক্রিমিয়ার হামলার সময় চুপ ছিল তারা এখন কথা বলছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগানের চেষ্টায় রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় বৈঠকে বসেছিলেন। কিন্তু এ বৈঠক থেকে কোনো সমাধান পাওয়া যায়নি।

এরদোগান দুঃখ প্রকাশ করে বলেন, আশা করি ধৈর্য ও সাধারণ বোধে ফিরবে সবাই এবং অস্ত্রের ঝনঝনানি থেমে যাবে।

এদিকে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে তুরস্কের। এ সম্পর্ককে কাজে লাগিয়ে প্রথম থেকেই সমস্যাটি সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

এর অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার জন্য একই টেবিলে বসাতে সমর্থ হয় দেশটি।

সূত্র: আল জাজিরা