পোল্যান্ড সফরে শনিবার ২৬ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে বলেন, ঈশ্বরের দোহাই, এই ব্যক্তি ক্ষমতায় থাকতে পারেন না। এর জবাবে ক্রেমলিন ক্ষোভ প্রকাশ করে।
এছাড়া বিভিন্ন মহলে বাইডেনের এমন মন্তব্যের কড়া সমালোচনা করা হয়। তবে মার্কিন স্থানীয় সময় সোমবার এ নিয়ে বাইডেন বলেন, ভ্লাদিমির পুতিন কী ভাবছেন তা তিনি পরোয়া করেন না।
এক রিপোর্টারের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনি কি ভাবছেন আমি তা পরোয়া করি না। তিনি যা করতে যাচ্ছেন তাই করছেন।
হোয়াইট হাউজে বাইডেন আরও বলেন, তার সাম্প্রতিক আচরণের পরিপ্রেক্ষিতে, লোকেদের বোঝা উচিত তিনি যা করতে চান তা তিনি করতে চলেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ মঙ্গলবার (২৯ মার্চ) পর্যন্ত টানা ৩৪ দিনের মতো চলছে দেশ দুইটির যুদ্ধ।
এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। সিএনএন।