আলোচনার জন্য ইউক্রেন-রুশ প্রতিনিধি দল পৌঁছেছে তুরস্কে

আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। সেখানে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন তারা।

ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় (জিএমটি ৭টায়) এ বৈঠক শুরু হবে। দুই সপ্তাহেরও বেশি সময় পর মুখোমুখী হচ্ছে রাশিয়া ওই ইউক্রেনের প্রতিনিধিদল।

এই আলোচনার আয়োজকের ভূমিকায় আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রতিনিধিরা বলছেন, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা।

এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তেমন কোনো অগ্রগতি হয়নি।